শেষ ম্যাচের আগে টাইগারদের নিয়ে ভাবছে না পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রথম দিকে নিজেদের শুরুটা ভালো না করলেও দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। পরবর্তী দুই ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখে নিজেদের শেষ চারে নিয়ে যাওয়ার আশা দলটির।
বিশ্বকাপে নিজেদের পরবর্তী দুই ম্যাচের একটিতে ২৯ জুন আফগানিস্তান ও অপরটিতে ৫ জুলাই বাংলাদেশের মুখোমুখি হবে সরফরাজ আহমেদের দল। এ দুই ম্যাচে জয় ছাড়া আপাতত কিছু ভাবছে না তারা। তবে এই মূহুর্তে আফগানিস্তানকে নিয়ে ভাবলেও আপাতত শেষ ম্যাচে টাইগারদের নিয়ে ভাবতে চাইছে না পাক ব্রিগেড। এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে দলের জয়ের নায়ক বাবর আজম।
বাবর বলেন, আমরা এখন ম্যাচ ধরে ধরে চিন্তা করছি। শেষ ম্যাচ নিয়ে আপাতত ভাবছি না। এখন আমাদের ফোকাস পরের ম্যাচ। আফগানিস্তান ম্যাচ শেষেই বাংলাদেশকে নিয়ে ভাববো। তবে দুটি ম্যাচই জিততে চাই আমরা।
তিনি আরো বলেন, টুর্নামেন্টের শুরুর দিকে জিততে পারিনি আমরা। তবে এখন আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আশা করি, উভয় ম্যাচে জয় ছিনিয়ে এনে শেষ চার নিশ্চিত করতে পারবো।