শেরপুরে বন্যার পানিতে ৪ শিশুর মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
শেরপুরে বন্যার পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আল মামুন বলেন, শুক্রবার বিকেলে ও রাতে এই চারজনের মৃত্যু হয়।
তারা হল সদর উপজেলার নতুন ভাগলগড় এলকায় রুবেল হোসেন (১৩), উত্তর গৌরীপুর এলকায় মেহেদী হাসান (১৩), চরবাবনা নামাপাড়া এলাকায় শামীম (৬) ও সাতপাকিয়া এলাকার খুশি (৬)। তবে কিভাবে তারা ডুবে যায় সে বিষয়ে বিস্তারিত বলতে পারেননি ইউএনও ফিরোজ।