January 22, 2025
জাতীয়

শেরপুরে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

দক্ষিণাঞ্চল ডেস্ক

শেরপুরে পুলিশের এক টাউন সহকারী উপপরির্দশককে (এটিএসআই) কুপিয়ে জখম করেছে অজ্ঞাত অস্ত্রধারীরা। সোমবার শেরপুর শহরের নতুন গৌরীপুর বাস টার্মিনাল এলাকায় মিরগঞ্জ মহল­ার পুলিশ ফাঁড়ির পাশে এ ঘটনা ঘটে। আহত এটিএসআই আনোয়ার হোসন (৩৫) গৌরীপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন। শেরপুর জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল­াল হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর শহরের নতুন গৌরীপুর বাস টার্মিনাল এলাকায় মিরগঞ্জ মহল­ার পুলিশ ফাঁড়ির পাশে আনোয়ারের ভাড়া বাসায় একদল অস্ত্রধারী তার উপর অতর্কিতে হামলা চালায়। বাড়ির অন্য সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।

বিল­াল হোসেন আরও জানান, তার মাথা ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে চাইনিজ কুড়াল ও দুর্বৃত্তদের জুতা উদ্ধার হয়েছে।   তবে কারা কেন এবং কী কারণে হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেরপুর জেলা সদর হাসাতালের আবাসিক মেডিকেল অফিসার খাইরুল কবির সুমন বলেন, তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্থা সঙ্কটাপন্ন দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *