July 1, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

শেখ হেলাল এমপি’র সুস্থতা কামনায় রোটারী’র দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি
রোটারী প্রেসিডেন্ট টিম ২০-২১ এর আয়োজনে দক্ষিণ বাংলার উন্নয়নের রূপকার বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি, তার স্ত্রী ও মাতা এবং পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহারের রোগমুক্তি কামনায় শনিবার বাদ আস দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে রোটারিয়ান প্রেসিডেন্ট এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে রোটারিয়ান প্রেসিডেন্ট মীর বরকত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, রোটিরি রিজিয়ন চেয়ার মাহমুদুল রহমান কার্নি, রিজোন চেয়ার নূরুল ইসলাম, লেফটেনেন্ট গভর্নর খন্দকার সাজ্জাদুল ইসলাম, ইঞ্জি: মশিউজ্জামান খান, আশীষ দে, মোল্লা মারুফ রশিদ, মফিদুল ইসলাম টুটুল, মোল্লা আবু জাফর, প্রেসিডেন্ট ডা: সুদেব মন্ডল, রোমিও হোসেন পিয়াস, ইঞ্জি: মাহাবুবুর রহমান শামীম, প্রেসিডেন্ট আনোয়ারুল হক স্বাধীন, এস এম আলতাফ হোসেন, ওমর ফারুক ববি, শামসুল আরেফিন রনি, উত্তম দাস, মো: মহিবুল্লাহ, বিশ্বনাথ, ইঞ্জি: নাজমুল হুদা, পিয়াস, রুবেল, নাসরীন ইসলাম, মো: মনিরুজ্জামান প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *