শেখ হেলাল উদ্দীন কলেজে ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দীন কলেজে ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন, শিল্পপতি এস এম আবুল হোসেন বৃত্তি প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান গতকাল শনিবার বেলা ১১টায় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা, সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ শাহজাহান, লখপুর ইউপি চেয়ারম্যান শিল্পপতি এস এম আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আঃ রাজ্জাক।
স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাশ। সহকারি অধ্যাপক হুসাইন সায়েদিন, প্রখাষক সালমা খাতুন ও নুসরাত জাহান এর যৌথ সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গভার্নিং বডির সদস্য ফারুকুল ইসলাম, প্রভাষক সিরাজুল ইসলাম, শিক্ষার্থী মুরসালিন আকুঞ্জী, মারিয়া খাতুন প্রমূখ।
এসময় ইউপি চেয়ারম্যানর মাঃ শহিদুল ইসলাম, মোঃ রেজাউল করিম ফকির, কাজি মোঃ মহসিন, মোঃ ইউনুস আলী শেখ, গভার্নিং বডির সদস্য আঃ রব, শিক্ষক, ইৎপল দাশ, দিনমোহম্মদ মোল্লা, মুত্যুঞ্জয় দাশ সহ বিভিন্ন শিক্ষক, গভার্নিং বডির সদস্য, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোট ৫০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। শেষে কলেজ চত্ত¡রে প্রধান অতিথি গাছের চারা রোপন করেন।