শেখ হেলাল উদ্দীন কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠান
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজ মিলনায়তনে সোমবার সকাল ১০টায় একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ বটু গোপাল দাস। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হীরা খাতুন এবং সোহরাতুন নেছা রেশার যৌথ উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সদস্য স,ম, আব্দুর রব, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, অনুষ্ঠানের আহŸায়ক মৃত্যুঞ্জয় কুমার দাস, সালমা খাতুন, উত্তম কুমার দাস, শেখ শামীম ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, শিক্ষার্থী মোঃ আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানে কলেজের নিয়ম কানুন, পরীক্ষা পদ্বতি ডিজিটাল হাজিরা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভাপতি বলেন শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজ স্থাপিত হওয়ায় এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আজকের ছাত্র ছাত্রীদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।