শেখ হেলালের সুস্থতা কামনায় যুবলীগ নেতা পলাশের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক অভিভাবক শেখ হেলাল উদ্দিন এমপি’র দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব সালেহিয়া ইউসুফিয়া হাফেজিয়া মাদ্রাসায় এতিমদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগর যুবলীগের আহবায়ক মো. সফিকুর রহমান পলাশের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন, জব্বার আলী হীরা, ইয়াছিন আরাফাত, মোক্তাজুল ইসলাম সোহাগ, নিশাত ফেরদৌস অনি, সিরাজুল ইসলামসহ দলের ও স্থানীয় নেতৃবৃন্দরা।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ