শেখ হায়দার আলীর শয্যাপাশে সংসদ সদস্য, মেয়র ও আ’লীগ নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগের বিগত কমিটির সহ-সভাপতি শেখ হায়দার আলী কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার ঢাকায় নেয়া হবে। শেখ হায়দার আলীর অসুস্থতার সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল ও সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে যান।
নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করে এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর আলী আকবর টিপু, তসলিম আহমেদ আশা, মো. তারিকুল আলম খান, অসিত বরণ বিশ্বাস, শেখ আব্দুল আজিজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে শেখ হায়দার আলীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম, ডি, এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।