শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
দ: প্রতিবেদক
খুলনা জেলায় শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয় স্থাপনের অনুমোদন প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গতকাল রবিবার আনন্দ শোভাযাত্রা বের করা হয়। খুলনা জেলা উন্নয়ন কমিটির সমন্বয় কমিটি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এই শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡র থেকে শুরু হয়ে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়।
খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার নেতৃত্বে খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, কেএমপির পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সভায় সিভিল সার্জন ডাঃ এএসএম আব্দুর রাজ্জাক, বিভিন্ন উপজেলা পরিষেদের চেয়ারম্যানসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।