December 22, 2024
জাতীয়লেটেস্ট

শেখ হাসিনা পুনরায় সংসদ নেতা নির্বাচিত

দক্ষিণাঞ্চল ডেস্ক
দলীয় প্রধান শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছে একাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। এর ফলে টানা তৃতীয়বারের মত সংসদ নেতা নির্বাচিত হলেন তিনি। গতকাল বৃহস্পতিবার নবনির্বাচিত সাংসদদের শপথ অনুষ্ঠানের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগের সাংসদরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বেলা ১১টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন। শপথের পর সংসদ ভবনেই আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যদের বৈঠক বসে। বৈঠক শেষে সাবেক প্রধান হুইপ উপাদ্যক্ষ আব্দুস শহীদ বলেন, সর্বসম্মতিক্রমে সভায় আওয়ামী লীগ সভানেত্রীকে সংসদ নেতা নির্বাচিত করা হয়েছে। উনি সংসদ নেতা হিসেবে অতান্ত সফল। ২০০৯ সালে নবম সংসদ, ২০১৪ সালে দশম সংসদের পর এবার টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলে শেখ হাসিনা। এর আগে ১৯৯৬ সালেও সপ্তম সংসদেরও তিনি এই ভূমিকায় ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *