শেখ হাসিনার লক্ষ্য বাস্তবায়িত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : শ্রম প্রতিমন্ত্রী
খবর বিজ্ঞপ্তি
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, দেশকে সুষ্ঠু ও সুশৃংখলভাবে পরিচালনা করতে হলে একটি শক্তিশালী দলের প্রয়োজন হয়। আওয়ামী লীগ শক্তিশালী রাজনৈতিক দল থাকায় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সুশৃংখলভাবে পরিচালিত হচ্ছে।
তিনি আরো বলেন, পিতার ন্যায় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দলকে শক্তিশালী করতে জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতন্ত্র প্রতিষ্ঠায় এ দলের কোন বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে দিয়েছেন সুসংগঠিত থেকে রাজনৈতিক দল করে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে। সেই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করে যাচ্ছেন। শেখ হাসিনার এই লক্ষ্যকে বাস্তবায়িত করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এখানে কোন ভেদাভেদ থাকতে পারবে না। আসুন সবাই মিলে বঙ্গবন্ধু’র রেখে যাওয়া গণতন্ত্রকে শেখ হাসিনার নেতৃত্বে প্রাতিষ্ঠানিক রূপ দেই।
শুক্রবার বিকাল ৪টায় খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার পরিচালনায় বক্তৃতা করেন উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোস্তজাবুল হক মোস্তফাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময়ে উপস্থিত ছিলেন জাতীয় কমিটির সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, সাবেক সাবেক সাধারণ সম্পাদক ও সাংসদ আলহাজ্ব মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবির, বীরমুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী শেখ, শেখ মো. ফারুক আহমেদ, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. আশরাফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, আবুল কালাম আজাদ কামাল, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, মো. শাহাজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বীরমুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চান ফারাজী, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শামুসজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ মো. ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, শেখ ইউনুস আলী, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম, শেখ নুর মোহাম্মদ, আবুল কালাম আজাদ, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা স. ম. রেজওয়ান, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, শেখ আবিদ হোসেন, ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, শহিদুল ইসলাম বন্দ, এস এম আনিসুর রহমান, কাউন্সিলর গাউসুল আযম, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিনসহ মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সভায় মহানগর আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ