শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে অভাবনীয় সাফল্য এসেছে
বটিয়াঘাটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেখ হারুন
খুলনা জেলা আ’লীগের সভাপতি,জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক বিরোধী দলীয় হুইপ শেখ হারুনুর রশিদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা ক্ষমতায় আসলে এদেশেরে মানুষের ভাগ্যে আমূল পরিবর্তন আসে। স্বাধীনতা পর এদেশে যত উন্নয়ন হয়েছে, তার মধ্যে বর্তমান সরকারের আমলে শেখ হাসিনার নেতৃত্বেই সব চেয়ে বেশী উন্নয়ন হয়েছে। দেশ আজ উন্নয়ন অগ্রযাত্রার মহাসড়কে ধাবিত হচ্ছে সেটার একমাত্র দাবিদার বঙ্গবন্ধু কন্যা। দেশের এই অভাবনীয় উন্নয়ন অব্যহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে শিক্ষাঙ্গনে আজ নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ হয়েছে। বছরের শুরুতে কোটি কোটি শিক্ষার্থীরা আজ বিনামূলে বই হাতে পায়। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর ন্যায় শিক্ষার গুনিগত মান বৃদ্ধি পেয়েছে।
তিনি গতকাল রবিবার দুপুরে বটিয়াঘাটা উপজেলার সুরখালী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ নবকুমার চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব জোবায়ের আহম্মেদ খান জবা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বুলু রানী রায়, সুরখালী ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী সরদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক হাজী সাইফুল ইসলাম খান, বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা জেলা শাখার সভাপতি এসএম ফরিদ রানা, উপজেলা যুবলীগের আহবায়ক অনুপম বিশ্বাস, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরকার ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান সোহাগ। সাবেক ছাত্রনেতা বিএম আব্দুল হাই’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক সোলাইমান হোসেন দুলাল, উপজেলা আ’লীগনেতা বিবেকান্দ বিশ্বাস, ফারুক হাওলাদার, ইসরাইল বিশ্বাস, সরদার জাকির হোসেন, ডাঃ দেবাশীষ মন্ডল, রেজাউল করিম, রফিকুল ইসলাম, ইদ্রিস বিশ্বাস, মফেজ শেখ, এনামুল গাজী, আসাদ শেখ, ইউপি সদস্য শাহারা বেগম, আবু বক্কার শেখ, জাহিদুর রহমান, মহিলা আ’লীগনেত্রী রতœা অধিকারী, প্রধান শিক্ষক যথাক্রমে পুরুষ উত্তম রায় প্রমুখ।
জেলা পরিষদ চেয়ারম্যান ওইদিন সুরখালী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং জনপ্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া তিনি গাওঘরা কেন্দ্রীয় জামে মসজিদের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং মুসাল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।