শেখ হাসিনার নেতৃত্বে মুজিবনগর সরকারের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে
আলোচনা সভায় আ’লীগ নেতৃবৃন্দ
খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, ১৭ই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ গৌরবের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।
আলোচনা সভায় নেতৃবৃন্দ ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধায় স্মরন করে বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠিত সরকার যে স্বপ্ন নিয়ে যাত্রা করেছিল, সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে বঙ্গবন্ধুরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জননেতা শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুলনা ১৪ দলের সমন্বয়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, জাতীয় কমিটির সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, শেখ হায়দার আলী, বি.এম.এ সালাম, জাসদ নেতা খালিদ হোসেন, আরিফুজ্জামান মন্টু, আওয়ামী লীগ নেতা এম.ডি.এ বাবুল রানা, নূর ইসলাম বন্দ, শেখ মোঃ ফারুক হোসেন, মোঃ কামরুজ্জামান জামাল, মকবুল হোসেন মিন্টু, শ্যামল সিংহ রায়, এ্যাড. ফরিদ আহমেদ, এ্যাড. অলোকা নন্দা দাস, এ্যাড. খন্দকার মুজিবর রহমান, কাউন্সিলার জেড.এ. মাহমুদ ডন, জোবায়ের আহমেদ খান জবা, হাফেজ মোঃ শামীম, মফিদুল ইসলাম টুটুল, তসলিম আহমেদ আশা, ফেরদৌস ইসলাম লাবু, গোপাল চন্দ্র সাহা, এ্যাড. শামীম মোশারফ, মনিরুজ্জামান সাগর, মোঃ মোতালেব হোসেন, পারভীন ইসলাম, নূরিনা রহমান বিউটি, নূরজাহান রুমি, সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ, যুবনেতা শফিকুর রহমান পলাশ, জামিল খান, হোসেনুজ্জামান, মীর বরকত আলী, সাইফুল খাঁন, মুন্সি নাহিদ, ছাত্রলীগ নেতা মোঃ পারভেজ হাওলাদার, আসাদুজ্জামান রাসেল, ইমরান হোসেন প্রমুখ। এর আগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।