November 29, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোলমডেল : সালাম মূর্শেদী এমপি

খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ আজ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটতো না। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত পেত না। সেই গণমানুষের নেত্রী, বাংলাদেশের উন্নয়নের রূপকার, দেশের ইতিহাসে দীর্ঘতম সময়ের সফল রাষ্ট্রনায়ক, গণতন্ত্রের নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা ‘মাদার অব হিউম্যানিটি’র ২৮ সেপ্টেম্বর জন্মদিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু গণতন্ত্রের মানসকন্যাই নয়, মানবতার জননী হিসেবে সারাবিশ্বে প্রশংসিত। গণমানুষের নেত্রীর জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে নগরীর কাস্টম ঘাটস্থ সাংসদের রাজনৈতিক কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সালাম মূর্শেদী ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে ফ্রি ব্লাড ক্যাম্পেইন, ডায়বেটিস টেস্ট ও রক্তদান কর্মসূচিতে অতিথি হিসেবে এসব কথা বলেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে নগরীর কাস্টমঘাটস্থ সাংসদের রাজনৈতিক কার্যালয়ে কেক কাটা উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। এছাড়া একইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটাসহ অন্যান্য কর্মসূচিতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সাংসদ পত্নী ও বিশিষ্ট সমাজসেবিকা সারমিন সালাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি বি এম এ সালাম, যুগ্ম সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, রূপসা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম ও মোঃ জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা কৃষক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, তেরখাদা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, মোঃ আরিফুর রহমান মোল্লা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মোঃ আকতার ফারুক, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, কামাল হোসেন বুলবুল, জাহাঙ্গীর শেখ, স ম জাহাঙ্গীর হোসেন, রবীন্দ্রনাথ বিশ্বাস, মোঃ আল মামুন সরকার, মোঃ ওয়াহিদুজ্জামান, গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, এমপি প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, রিনা পারভীন, শেখ মনিরুজ্জামান মনি, রবিউল ইসলাম বিশ্বাস, এবিএম কামরুজ্জামান, শেখ মোঃ মারুফ, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, শামসুল আলম বাবুসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *