শেখ হাসিনার নেতৃত্বে দেশ অচীরেই উন্নত দেশে রূপান্তরিত হবে : সালাম মুর্শেদী
তেরখাদা প্রতিনিধি
বাংলাদেশের কৃতি ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুস সালাম মূর্শেদী এমপি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বে দেশ অচীরেই উন্নত দেশে রূপান্তরিত হবে। দেশের প্রতিটা জনপদের হাট বাজার রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়ে জনগণের সকল প্রকার সমস্যা দূরীভুত করছে। তিনি বলেন দেশের প্রতিটা গ্রাম হবে শহর। অচীরেই বাংলাদেশ হবে একটি আদর্শিক দেশ। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশের মানুষের মাঝ থেকে ক্ষুধা ও দারিদ্রতা হারিয়ে যাচ্ছে। সকল শ্রেণি পেশার মানুষ এখন সুখে স্বাচ্ছন্দে বসবাস করছে। দেশের মানুষ ঘরে বসেই সকল প্রকার সেবা পাবে।
তিনি গতকাল সকালে এবং দুপুরে তেরখাদা সদরে মডেল বাসস্ট্যান্ড ও সাচিয়াদহ বাজারে গ্রামীন মার্কেট এর ভিত্তি প্রস্তর স্থাপন এবং বিকেলে কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে একথা বলেন।
তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা মোঃ শারাফাত হোসেন মুক্তি ও মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খান, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি এফ এম অহিদুজ্জমান, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সেক্রেটারি কে এম আলমগীর হোসেন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা। অনুষ্ঠানে ইউপি চেয়রম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক শিক্ষক ও রাজনীতিক উপস্থিত ছিলেন।