January 22, 2025
আঞ্চলিক

শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত উন্নতির শিখরে পৌছে যাচ্ছে : শেখ হারুন

বটিয়াঘাটা প্রতিনিধি

খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য সাবেক বিরোধী দলীয় হুইপ বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখনই সকল ধর্মের লোক শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে। জননেত্রী শেখ হাসিনার দুরদর্শি সম্পন্ন মনোভাবের কারনে বাংলাদেশ দ্রæত উন্নতির শিখরে পৌছে যাচ্ছে।

তিনি আরও বলেন, তারই সঠিক দিক নির্দেশনায় এ উপজেলায় ত্যাগী নেতাদেরকে মূল্যায়িত করে জামায়াত-বিএনপি পরিবারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিতাড়িত করে আ’লীগকে সুসংগঠিত করা হবে, গড়ে তোলা হবে পরিচ্ছন্ন একটি রাজনৈতিক পরিবেশ।

তিনি গতকাল সোমবার বিকাল ৩টায় বটিয়াঘাটা বাজার চত্তরে নাগরিক সংবর্ধনা উদ্যাপন কমিটির আয়োজনে সম্বর্ধিত প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নাগরিক সংবর্ধনা উদ্যাপন কমিটির আহবায়ক ও স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত কুমার অধিকারী।

বীরমুক্তিযোদ্ধা কার্ত্তিক চন্দ্র বিশ^াস ও জেলা সৈনিকলীগের সভাপতি এস এম ফরিদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি এ্যাডঃ কাজী বাদশাহ মিয়া, এ এফ এম মাকসুদুর রহমান, যুগ্ম সম্পাদক সরফুদ্দিন বিশ^াস বাচ্চু, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা আ’লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শেখ আফজাল হোসেন, শিল্পপতি প্রফুল্ল্য কুমার রায়, জেলা আ’লীগের সাবেক সদস্য শোভা রাণী হালদার, জয়ন্তী রাণী সরদার, জেলা মহিলা আ’লীগের সভাপতি জাহানারা শহীদ, সাধারণ সম্পাদক হোসনেয়ারা চম্পা, চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, বটিয়াঘাটা উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ঢালী, চেয়ারম্যান শেখ হাদি-উ-জামান হাদী, জলাম আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র সরদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ভাইস- চেয়ারম্যান গৌরপদ বাছাড়, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, ভগবতী গোলদার, অধ্যক্ষ অমিতেষ দাস, অধ্যক্ষ নির্মলেন্দু বিশ^াস, প্রধান শিক্ষক অনিল কুমার মন্ডল, কাঞ্জিলাল মল্লিক, তপন কুমার বিশ^াস, অন্নদাশংকর রায়, জেলা যুবলীগ নেতা সরদার জাকির, আসাদুজ্জামান রিয়াজ, জলিল তালুকদার, শেখ রাসেল কবীর, জামিল খান, গোলাম মোস্তফা মুন্সী, মুশিবুর রহমান, রবীন্দ্রনাথ সরকার, বিবেক বিশ^াস, এস এম শাহাবুদ্দিন, পাপিয়া সরোয়ার, যুবলীগ নেতা বিধান চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে বিভিন্ন সংগঠণের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *