শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ ঐক্যবদ্ধ : ওবায়দুল কাদের
দক্ষিণাঞ্চল ডেস্ক
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। সম্মেলন সামনে রেখে সামাজিক যোগাযোগের মাধ্যমে নেতাকর্মীরা যতে একে অপরের ‘চরিত্র হননে’ লিপ্ত না হন, সেই নির্দেশনা দেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ একটা পরিবার, এই পরিবারে আমরা অনেকেই আছি, নেতা আছি, কর্মী আছি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই গোটা পরিবার ঐক্যবদ্ধ। সেটা আমাদের কর্মকাণ্ডে আচার আচরণে, আমাদের চলাফেরায় প্রমাণ করতে হবে।
কাদের বলেন, নেতাকর্মীদের প্রতি অনুরোধ করব, কেউ কারও অতি উৎসাহী ভক্ত হবেন না। আপনারা অতি উৎসাহী ভক্ত সেজে বিলবোর্ডে নানা রকম ছবি প্রদর্শন করেন। নিজেকে প্রচার করার জন্য অন্যের ছবি ব্যবহার করেন, এতে কিন্তু শৃঙ্খলা নষ্ট হয়।
আসন্ন সম্মেলনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব ঠিক করার বিষয়ে দলীয় সভাপতি শেখ হাসিনাই যে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন, সে কথাও নেতাকর্মীদের মনে করিয়ে দেন দলের সাধারণ সম্পাদক।
কার দায়িত্ব কোথায় হবে এটা ঠিক করার জন্য, নির্ধারণ করার জন্য একজন আছেন। আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া আর কেউই অপরিহার্য নয়। যে যেখানে আছেন, যে কেউ পরিবর্তন হতে পারেন। এটা নেত্রী ঠিক করবেন কাকে কোথায় রাখবেন। নেত্রীর প্রতি আস্থা আমাদের সকলের আছে।
অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত না হওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, নেতৃত্বের আকাক্সক্ষা থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে। এটা আমাদের অভ্যান্তরিণ গণতন্ত্রের চর্চা। প্রত্যেকেরই আকাক্সক্ষা থাকতে পারে, কিন্তু এটা যেন অসুস্থ প্রতিযোগিতায় পরিণত না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে।
অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কেন্দ্রীয় সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বৈঠকে বক্তব্য রাখেন।