শেখ হাসিনাকে মিয়ানমারের প্রেসিডেন্টের অভিনন্দন
দক্ষিনাঞ্ছল ডেস্ক
টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট, মালদ্বীপের প্রেসিডেন্ট, নিকারাগুয়ার প্রেসিডেন্ট, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী। পৃথক পৃথক বার্তায় তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বলে বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।
এর আগে সার্ক মহাসচিব ও বিমসটেক মহাসচিব এবং পার্লামেন্টারি ইউনিয়ন অফ দি ওআইসি মেম্বার স্টেটসের মহাসচিবও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর চীন ও নেপালের প্রধানমন্ত্রীও তাকে অভিনন্দন জানান।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর থেকেই বিশ্বনেতাদের শুভেচ্ছা পাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ নিয়ে চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন আওয়ামী লীগ সভানেত্রী, যে নজির বাংলাদেশের ইতিহাসে আর কারও নেই।