December 21, 2024
আঞ্চলিক

শেখ হারুনুর রশিদ লাইব্রেরীর কার্যনির্বাহী কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি

বীরমুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ পাবলিক লাইব্রেরীর কার্যনির্বাহী কমিটিতে সাবেক ছাত্রনেতা এসএম ফরিদ রানাকে সভাপতি ও মোঃ রেজাউল বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১১টায় বটিয়াঘাটার গাওঘরাস্থ লাইব্রেরী মিলনায়তনে কার্যনির্বাহী ও সাধারণ পরিষদের এক সভা প্রতিষ্ঠতা সভাপতি এসএম ফরিদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক সরদার আলী আজগারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন লাইব্রেরীর উপদেষ্টা মোঃ ইসরাইল বিশ্বাস, মাওলনা আব্দুল মান্নান, খোকন মলি­ক, মোঃ লুৎফর রহমান শেখ, যুগ্ম সম্পাদক বিএম আক্তারুজ্জামান আক্তার। প্রথম অধিবেশন শেষে মেয়াদ উর্ত্তীণ হওয়ায় সভাপতি কমিটি বিলুপ্ত করেন। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন লাইব্রেরী উপদেষ্টা মোঃ রকিব উদ্দীন মুন্সী।

সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী সরদারকে প্রধান উপদেষ্টা এবং মোঃ রকিব উদ্দীন মুন্সী, মোঃ ইসরাইল বিশ্বাস, মাওলনা আব্দুল মান্নান ও খোকন মলি­ককে উপদেষ্টা মনোনীত করা হয়। এছাড়া সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি এসএম ফরিদ রানা, সহ-সভাপতি আতিয়ার রহমান বিশ্বাস ও শেখ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল বিশ্বাস, যুগ্ম সম্পাদক গাজী রুবেল ও বিএম আব্দুল হাই, কোষাধ্যক্ষ মোঃ আছাবুর রহমান হালদার, দপ্তর সম্পাদক বিএম আক্তারুজ্জামান আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার আলী আজগার, নির্বাহী সদস্যরা হলেন শেখ মোঃ আবু মুছা, ইদ্রিস বিশ্বাস, মোঃ ইউনুচ আলী মুন্সী, হাবিবুর রহমান ঢালী, লুৎফর রহমান শেখ, আবু বক্কার সরদার ও রিপন শেখ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *