শেখ স্বাধীন স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে কাশিপুর একাদশ চ্যাম্পিয়ন
দ: প্রতিবেদক : নগরীর জোড়াগেট সিএন্ডবি কলোনী মাঠে বিপাশা ক্রীড়া চক্র আয়োজিত শেখ স্বাধীন স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২০ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কাশিপুর একাদশ। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার খেলায় ওয়াহিদ ড্রিমসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। এর আগে নির্ধারিত ৫০ মিনিট গোলশূণ্য ড্র হওয়ায় খেলার নিষ্পত্তি টাইব্রেকারে হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে যথাক্রমে ২০ ও ১৫ হাজার টাকার প্রাইজমানি এবং ট্রফি প্রদান করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন। এর আগে ফাইনাল খেলার উদ্বোধন করেন প্রয়াত শেখ স্বাধীনের ছেলে শেখ শাবাব আহমেদ সজীব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সিনিয়র আইনজীবী ও আওয়ামী লীগ নেতা এ্যাড. আইয়ুব আলী শেখ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর ও বিপাশা ক্রীড়া চক্রের সভাপতি আনিসুর রহমান বিশ্বাস, জেলা পিপি এ্যাড. এনামুল হক, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
এছাড়াও নগর যুবলীগের সদস্য রোজি ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, রাশেদুল ইসলাম রাশেদ-সহ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।