শেখ সোহেলের নেতৃত্বে নগর যুবলীগকে মডেল হিসেবে গড়ে তোলা হবে
নগর যুবলীগের বর্ধিত সভায় বক্তারা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপস্থিতিতে আগামী ২৯ নভেম্বর বর্ধিত সভা সফল করতে গতকাল শুক্রবার দুপুর সাড়ে তিনটায় বর্ধিত সভা করেছে নগর যুবলীগ। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভার সভাপতিত্ব করেন নগর যুবলীগের আহŸায়ক সফিকুর রহমান পলাশ ও পরিচালনা করেন নগর যুবলীগের যুগ্ম আহŸায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশনা অনুযায়ী এবং আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল এর নেতৃত্বে নগর যুবলীগকে সারাদেশের মধ্যে মডেল যুবলীগ হিসেবে গড়ে তোলা হবে। এই লক্ষ্যে আগামী ২৯ নভেম্বর কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগর যুবলীগ ও এর অন্তর্গত থানা এবং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দদের দিকনির্দেশনা প্রদান করবেন। তাদের সকল নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এই যুদ্ধে অগ্রণী ভূমিকা রাখব আমরা। কোন প্রকার অনৈতিক কার্যক্রমের সাথে জড়িতদের সংগঠনে জায়গা দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগ সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজ, কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, মহিদুল ইসলাম মিলন, মেহেদী হাসান মোড়ল, মোঃ ইয়াসিন আরাফাত, সাজ্জাদুর রহমান লিংকন, কে এম শাহিন হাসান, মোঃ রাশেদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, অভিজিৎ পাল, থানা যুবলীগ নেতা এস এম রাশেদুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল মামুন মিলন, ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ আরিফুল ইসলাম আরিফ, মোঃ ইলিয়াস হোসেন লাবু, সরদার জাকির হোসেন, শেখ ইকবাল কবির লিটন, জুল হাসান হোসেন, মোস্তাফিজুর রহমান মানিক, মোঃ রকিবুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, কাঞ্চন শিকদার, শেখ হাসান আলী শাওকাত, মোঃ আসাদুজ্জামান শাহীন, মোস্তাঈদ বিন ইদ্রিস চঞ্চল, মোঃ জনি মিঞা, ইমরুল ইসলাম রিপন, লাবু আহমেদ, এজাজ আহমেদ, মোঃ সোহাগ দেওয়ান, মোঃ ইউসুফ মোল্লা, মোঃ মিজানুর রহমান, আরিফ হোসেন, জাহিদ আল মামুন, মারুফ আল মামুন, মোঃ ইনমান সরদার, মনিরুল ইসলাম, কার্ত্তিক বিশ^াষ, জামাল শেখ, মোঃ সাবু, বাবুল মুন্সি, মুন্সি কামরুল আলম, মোঃ মাসুম হোসেন, মাছুম উর রশিদ, আলম খাঁ, কামাল মন্ডল, মোঃ ছগির, মোঃ আশরাফুল ইসলাম মনু, মোঃ মোল্লা মুরাদ হোসেন রিপন, মোঃ মোশারেফ (পাটোয়ারী), মোঃ ফরিদুল ইসলাম, মোঃ সাকিব হাওলাদার, মোঃ ইউসুফ, মোঃ নূর এ হেলাল, মোঃ রবিউল ইসলাম বাপ্পি, মোঃ আরিফ হোসেন, ইব্রাহিম আহমেদ তপু, মোঃ জামিল হোসেন সোহাগ, জিহাদুল ইসলাম জিহাদ, মহিদুল হক শান্ত, রিয়াজ মাহমুদ চৌধুরী, মোঃ হারুন উর রশিদ, মোঃ বাদল সিপাহী, মোঃ আনিসুর রহমান, শেখ শাহরিয়ার বাবু প্রমুখ।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনী দিনে ফুলবাড়ী গেটে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৯ নভেম্বর নগরীর শিববাড়ী মোড়ের টাইগার গার্ডেন হোটেল এর অডিটোরিয়ামের সামনের রাস্তায় আশপাশের ওয়ার্ড ও থানা যুবলীগের নেতৃবৃন্দ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যুবলীগের পতাকা ও জাতীয় পতাকা হাতে নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের অভ্যর্থনা জানানো হবে। বর্ধিত সভায় শেখ সোহেলের নেতৃত্বে গত দুই বছর সকল ওয়ার্ড, থানা ও যুবলীগ নেতৃবৃন্দদের কার্যক্রম তুলে ধরা হবে।