শেখ শহীদকে বিধ্বস্ত করে ফাইনালে দুরন্ত পার্টনার্স
৭ম আইফুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট
খুলনা টেক্সটাইল মিল্স কলোনী মাঠে অনুষ্ঠিত ৭ম আইফুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শেখ শহীদ স্মৃতি সংঘকে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে আসরের অন্যতম ফেভারিট দুরন্ত পার্টনার্স। গতকাল শুক্রবার বিকাল ৪টায় তারা ৮ উইকেটের জয় পেয়ে ফাইনাল খেলা নিশ্চিত করেছে।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুরন্ত পার্টনার্সের বোলারদের দাপটে মাত্র ৪০ রানেই অলআউট হয়ে যায় শেখ শহীদ স্মৃতি সংঘ। জবাবে খেলতে নেমে মাত্র ৪ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় দুরন্ত পার্টনার্স। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের বোলার সুমন (৪ উইকেট)।
খেলা চলাকালে মাঠে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. নূর ইসলাম ফরাজী, যুগ্ম আহŸায়ক আলম শরীফ, কেইউজে’র দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, যুবলীগ নেতা মোস্তফা শিকদার, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু, যুবলীগ নেতা জালাল মৃধা, বিদ্যুৎ নন্দী, ফাতেমা এন্টারপ্রাইজের পরিচালক মো. মনিরুল ইসলাম, ক্লাসিক বোর্ড সেন্টারের পরিচালক শফিকুল ইসলাম।
খেলাটি পরিচালনা করেন হাইপাওয়ার বয়েজ ক্লাবের পরিচালক মো. সুজন আকন ও আব্দুল আজিজ। এদিকে আগামী ১০ এপ্রিল উক্ত মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আসরের এখন পর্যন্ত অপরাজিত থাকা ক্লাসিক বোর্ড সেন্টার ও উড়ন্তভাবে খেলতে থাকা দুরন্ত পার্টনার্স।