শেখ শহিদের আত্মার মাগফেরাত কামনায় আলহাজ্ব মিজানের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
সরকারী মজিদ মেমোরিয়াল সিটি কলেজের নির্বাচিত প্রথম ভিপি ও জাতীয় শ্রমিকলীগ খুলনা মহানগর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুল হক এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান।
গতকাল মঙ্গলবার বাদ আসর তারের পুকুরে আল হেরা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দোয়া মাহফিলে এসময় এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তি সহ সাধারণ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে শেখ শহিদুল হকের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।