শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট উপলক্ষে খেলোয়াড়দের অনুশীলন
তথ্য বিবরণী
শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট আগামী ১৩ নভেম্বর থেকে খুলনাতে শুরু হবে। এ উপলক্ষে গতকাল সোমবার থেকে বিভিন্ন দেশের খেলোয়াড়রা খুলনার টেনিস ভেন্যুতে তাদের অনুশীলন শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ১৩ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন। ২০টি দেশের ২১টি ক্লাবের মোট ৬৫ জন টেনিস খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশহগ্রহণ করবেন।
খেলাগুলো খুলনা সার্কিট হাউস শেখ রাসেল ইন্টারন্যাশনাল টেনিস কোর্ট, অফিসার্স ক্লাব, খুলনা ক্লাব, খুলনা বিশ^বিদ্যালয় ও খুলনা ডিআইজি টেনিস কোর্টে অনুষ্ঠিত হবে। এছাড়াও অতিরিক্ত হিসেবে জাহানাবাদ ক্যান্টনমেন্ট টেনিস ভ্যানু রাখা হয়েছে। খেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন টেনিস কোর্টে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকাল চারটায় খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।