শেখ তাপসের পক্ষে নৌকায় ভোট চাইলেন শেখ হারুনুর রশীদ
দ: প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস এর পক্ষে নৌকা প্রতীকে ভোট প্রার্থণা, গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। আজ সোমবার নগরীর নিউমার্কেট, কাঁটাবন, নীলক্ষেত ও এলিফ্যান্ট রোড এলাকায় তিনি ভোট প্রার্থণা করেন।
কেন্দ্রীয় হকার্স লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামী লীগ নেতা ডাঃ শেখ শহীদুল্লাহ, দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, সাবেক সচিব ডঃ প্রশান্ত কুমার রায়, জয়ন্তী রাণী সরদার, ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল, ডঃ মাহাবুব-উল-ইসলাম, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, জামিল খান, গৌরপদ বাছাড়, খাদিজা আক্তার, চেয়ারম্যান আব্দুল হাদী সরদার, পাপিয়া সরোয়ার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, রমজান ঢালী, জলিল মাতবর, সিরাজ আলী, মামুন, সাহিদা আক্তার নয়ন, ডাঃ আরশীল আজিম, শেখ আব্দুল জব্বার, চিশতি নাজমুল বাসার, ফয়সাল হোসেন, ফয়সাল জামান উৎস প্রমুখ।