শেখ কামালের জন্মবার্ষিকীতে আবাহনী ক্রীড়া চক্রের দোয়া
খবর বিজ্ঞপ্তি
গতকাল সোমবার আসর বাদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জৈষ্ট পুত্র, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা আবাহনী ক্রীড়া চক্রের উদ্যোগে আবাহনী ক্লাব মিলনায়তনে শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বাবলু এর সভাপতিত্বে এবং খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির ববি ও জেলা আওয়ামী লীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুর রহমান রিপন, ক্লাব কর্মকর্তা শেখ হেমায়েত উলাহ, ফয়সাল আহম্মেদ পাপ্পা, মফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, মোশারফ হোসেন, রেজাউল রাহা, মোঃ জাহাঙ্গীর হোসেন, জিলান ফারুক, ছাত্রনেতা মোঃ মারুফ হোসাইন, মিরাজুল ইসলাম, জাকারিয়া রহমান ওমান, শেখ রাসেল, হেলাল বাবু, শাহ নেওয়াজ নান্নু।
আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে কোর্ট মসজিদের পেশ ইমাম মোঃ শাহাদাৎ হোসেন মিলাদ মাহফিল পরিচালনা করেন।