শেখ আবু নাসের গোল্ডকাপ ফুটবলে শেখ কামাল স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শেখ আবু নাসের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শেখ কামাল স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার নগরীর আটরা গিলাতলা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে ৬-৫ গোলে আবাহনী ক্রীড়া চক্র খুলনাকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোল ড্র ছিলো। পরে টাইব্রেকার রোমাঞ্চে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে শেখ কামাল স্মৃতি সংসদ।
খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও বাফুফে কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে খেলা শেষে খোলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী।
জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শেখ এনামুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন, এপিপি অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াতক হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক হাজী মো. মোতালেব মিয়া, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খান কালু, সদস্য এ মনসুর আজাদ একরামুল কবির মিল্টন, রেফারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এহসানুল হক, বিশ্বাস প্রোপার্টিজ এর সিইও আজগর আলী তারা, শিরোমনি যুব পষর্দের সভাপতি মো. তরিকুল ইসলাম, সমীর কৃষ্ণ হীরা, মো. শরিফুল ইসলাম মুন্না, মোস্তাফিজুর রহমান সুইট, মনিরুল ইসলাম সোহাগ ও রিমনসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ