শীতের রাতে পুড়ল মিরপুরের বাউনিয়া বস্তির শতাধিক ঘর
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর মিরপুরের কালশী বাউনিয়া বাঁধের বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি নেভাতে শুক্রবার সকাল হয়ে যায়।
বস্তিবাসীর ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে কোনো একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। তবে তদন্ত না করে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলতে রাজি নন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন তিনি।
রাতে বাউনিয়া বস্তি যখন জ্বলতে তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল ঢাকায়। চোখের সামনে সর্বস্ব হারাতে দেখা বহু মানুষের ঠাঁই হয় খোলা আকাশের নিচে। সব হারিয়ে শীতের মধ্যে এখন কোথায় থাকবেন, কী করবেন, তা নিয়ে আহাজারি করছিলেন অনেকে। বস্তিবাসীর তথ্য অনুযায়ী সেখানে সব মিলিয়ে তিনশর বেশি ঘর ছিল। এর মধ্যে অন্তত ৭০টি ভাঙারির দোকান ছিল। সেগুলোর অধিকাংশই পুড়ে গেছে।
আগুন লাগার পর রাতেই ঘটনারস্থলে যান স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। তিনি জানান, ক্ষতিগ্রস্ত বস্তিবাসীকে আপাতত স্থানীয় একটি স্কুলে আশ্রয় নিতে বলা হয়েছে। সেখানে তাদের খাবার এবং শীতবস্ত্রের ব্যবস্থাও করা হবে।