January 19, 2025
জাতীয়

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে মৃত বেড়ে ৩৫

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় শিশুসহ আরও পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫ জনে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে শিশুসহ আরও পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।

সদর নৌ-থানার পরিদর্শক শহিদুল আলম বাংলানিউজকে জানান, শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় সকালে শিশুসহ আরও পাঁচ জনের মরদেহ করেছি। ইতোমধ্যে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এর আগে রোববার (৪ এপ্রিল) রাতে শীতলক্ষ্যায় লঞ্চডুবির পর গত দুই দিনে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *