December 21, 2024
জাতীয়

শিয়াল ঠেকাতে বেড়ায় বৈদ্যুতিক সংযোগ, প্রাণ গেলো দাদি-নাতির

দক্ষিণাঞ্চল ডেস্ক

নেত্রকোণায় শিয়ালের কাছ থেকে হাঁস-মুরগি বাঁচাতে খামারের বেড়ায় দেওয়া বৈদ্যুতিক সংযোগ থেকে বিদ্যুতায়িত হয়ে এক নারী ও নাতির মৃত্যু হয়েছে। নেত্রকোণা সদর মডেল থানার এসআই মো. বিল­াল হোসেন জানান, শনিবার রাতে সদরে আমতলা ইউনিয়নের বলনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এরা হলেন- বলনিয়া গ্রামের  নজরুল ইসলামের স্ত্রী  শরীফা আক্তার (৪৮) ও তার ছেলে নাজিম উদ্দিনের ছেলে আরমান হোসেন (৮)।

এসআই বিল­াল বলেন, বাড়ির খামারের হাঁস, শেয়ালের হাত থেকে বাঁচাতে বেড়ায় বৈদ্যুতিক সংযোগ দিয়েছিল শরীফার পরিবার। রাতে খামার দেখতে  গেলে আগবধানতায় বেড়ার স্পর্শে আরমান আহত হয়। এ সময় তাকে বাঁচাতে দাদী এগিয়ে গেলে তিনিও গুরুতর আহত হন।

পরিবারের লোকজন তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *