শিশু হাসপাতালের টয়লেট থেকে নবজাতক উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শিশুটিকে উদ্ধারের পর ওই হাসপাতালেই তাকে ভর্তি করা হয়।
শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশি বলেন, হাসপাতালের টয়লেটে এক নবজাতককে পড়ে থাকতে দেখে রোগীদের স্বজনরা ওয়ার্ড মাস্টারকে জানায়। পরে দুই থেকে তিন দিন বয়সী ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয় বলে জানান ওসি। শিশুটি মোটামুটি সুস্থ আছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় ওয়ার্ড মাস্টার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।