শিশু ধর্ষণ: জুবায়ের তালুকদার কারাগারে
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর উত্তর বাসাবো এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার জুবায়ের আহমেদ তালুকদারের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার গতকাল সোমবার জামিন শুনানি শেষে এই আদেশ দেন।
হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি এলাকার আকির মিয়া তালুকদারের ছেলে জুবায়ের উত্তর বাসাবো এলাকায় একটি বাসায় সাবলেট থাকতেন। পাশের বাসার সাত বছরের এক শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগে গত ২২ জানুয়ারি রাতে সবুজবাগ থানায় একটি মামলা হয় তার বিরুদ্ধে। এরপর গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে জুবায়েরকে গ্রেপ্তার করে র্যাব।
শিশুটির মা পুলিশকে বলেছেন, তার মেয়ে প্রথমে ভয়ে কিছুই বলেনি। ঘটনার তিনদিন পর বিষয়টি টের পেয়ে তিনি জিজ্ঞাসাবাদ শুরু করলে একপর্যায়ে শিশুটি সব বলে দেয়। এরপর পরিবারের অন্যদের সঙ্গে আলোচনা করে তারা থানায় মামলা করেন। মামলা হওয়ার পর ২৩ জানুয়ারি ভোরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।