December 29, 2024
আঞ্চলিক

শিশু জুনায়েদ শেখকে বাচাঁতে সাহায্য করুন

দাকোপ প্রতিনিধিঃ অর্থের অভাবে বিনা চিকিৎসায় ধুকে ধুকে জীবন প্রদিপ নিভতে চলেছে ৫ মাসের মাসুম শিশু জুনায়েদ শেখের। জন্ম থেকে মস্তিষ্কে পানি বাহিত রোগে দিন দিন মাথা বড় হচ্ছে এই মুহর্ুুতে অপারেশন করতে না পারলে হয়ত জীবন প্রদিপ নিভে যাবে। শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ব্রেইন ও স্পাইন সার্জন) ডাঃ মোঃ মোহসীন আলী ফরাজী অতি দ্রæত অপারেশনের পরামর্শ প্রদান করেন। অপারেশন করতে প্রায় ৫ লক্ষ টাকার দরকার। শিশু জুনায়েদ শেখের পরিবারের পক্ষে এত টাকা গোছানো সম্ভব না। দিশেহারা মা সন্তান বুকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে আর অসহায় বাবা খাদ্যের সন্ধানে সাগরে মাছ ধরছে। দুটি সন্তান নিয়ে মা মারুফা বেগম (২৩) চালনা পৌরসভায় (নৌলপাড়া) পিএালয়ে বসবাস করছে। শিশু জুনায়েদ শেখকে বাচাতে মা মারুফা বেগম সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করছে। হৃদয়বান ব্যাক্তিদের নিকট আকুল আবেদন রইল,,আপনার এক কাপ চায়ের টাকায় বাচঁতে পারে শিশু জুনায়েদ শেখের জীবন। সাহায্য করুন জীবন বাচাঁন। যোগাযোগ ও বিকাশ নং-০১৯৭৮-৩৩৭৫৫০।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *