শিশুশ্রম প্রতিরোধে ইন্টার এজেন্সি গ্রুপের সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
শিশুশ্রম প্রতিরোধে ইন্টার এজেন্সি গ্রæপের দশম সভা গতকাল মঙ্গলবার খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন আয়োজিত এই সভায় খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. আরিফুল ইসলাম সভাপতিত্ব করেন।
সভায় বিভিন্ন কলকারখানাসহ বাসা-বাড়িতে শ্রমে কর্মরত শিশুদের তালিকা তৈরির কাজের অগ্রগতিসহ শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিশুদের ওপর যৌন নির্যাতন প্রতিরোধে বিষয়ে আলোচনা হয়। সরকারি বিভিন্ন দপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বয়ে গঠিত কমিটির সদস্যরা সভায় অংশ নেন।
প্রসঙ্গত: সরকার ২০২১ সালের মধ্যে ৩৮ রকমের অধিক ঝুঁকিপূর্ণ শ্রম এবং ২০২৫ সালের মধ্যে যে কোন ধরণের শ্রম থেকে শিশুদের মুক্ত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।