শিশুশ্রম প্রতিরোধে ইন্টার এজেন্সি গ্রুপের সভা
তথ্য বিবরণী
শিশুশ্রম প্রতিরোধে গতকাল খুলনার সিএসএস আভা সেন্টারে ইন্টার এজেন্সি গ্রুপের অষ্টম সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ‘জীবনের জন্য প্রকল্প’ এর অধীন এই সভার আয়োজন করে। শিশুদের অতি ঝুঁকিপূর্ণ কাজসহ অন্যান্য সেক্টরে শিশুশ্রম নিরসনকল্পে এবং শিশুশ্রম থেকে ফিরিয়ে এনে শিশুদের পুনর্বাসনের লক্ষে দুই বছর ধরে এই ইন্টার এজেন্সি গ্রুপের খুলনায় কাজ করছে। সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিসহ জনপ্রতিনিধি বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও এখানে প্রতিনিধিত্ব করছেন। ইন্টার এজেন্সি গ্রুপের সদস্যরা প্রাতিষ্ঠানিভাবে এবং ব্যক্তিগত পর্যায়ে শিশুশ্রম নিরসনে কাজ করে যাচ্ছেন। ইতেমধ্যে ৩৮টি অতি ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুশ্রম প্রতিরোধে সরকারি পর্যায়ে কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সভায় জানানো হয়, গত দুই বছরে তিনশত ৫৮ শিশুকে শিশুশ্রম হতে মুক্ত করে পুনর্বাসন করা হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ে জনসাধারণ ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের শিশুশ্রম নিরসনে উদ্বুদ্ধ করা হচ্ছে। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জনপ্রতিনিধিসহ হোটেল-রেস্তোরা-ওয়েল্ডিং প্রতিষ্ঠানের মালিকরা অংশ নেন।