January 23, 2025
আঞ্চলিক

শিশুদের বিকাশ নির্বিঘ্নে করতে যত্নবান হতে হবে : ফেরদৌস

দ: প্রতিবেদক

আমাদের শিশুদের স্বাভাবিক বিকাশ নির্বিঘœ করতে তাদের প্রতি যতœবান হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকার বাইরে খুলনায় প্রথম শিশু বান্ধব ইটালিয়া সপের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠানে তিনি একথা বলেন। গতকাল শুক্রবার নগরীর নিউ মার্কেটের পার্শ্বে ফিতা ও কেক কেটে ইটালিয়া শিশু সপের আনুষ্ঠানিক উদ্ধোন করেন চিত্র নায়ক ফেরদৌস আহমেদ ও  চিত্রনায়িকা সুমনা সোমা।

উদ্ধোধনী অনুষ্ঠানে চিত্রনায়ক ফেরদোস আরো বলেন, এ নকল ও হাইব্রিড প্রসাধনী পন্য বাজারে সয়লাব, এরমধ্যে খুলনার মানুষের জন্য ইটালি প্রবাসী মামুন সরকারের উদ্যোগে ইটালিয়া সপ অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করলো সেই সাথে খুলনার কিছু তরুনের কর্মসংস্থারনব হবে এ প্রতিষ্ঠানের মাধ্যমে। এ সময় মেজর জিনাত, মিডিয়া ব্যক্তিত্ব সাজেদুর রহমান মুনিম, মোঃ আনোয়ার হোসেন মৃধাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *