January 21, 2025
আঞ্চলিকলেটেস্ট

শিল্প মন্ত্রণালয়ের কর্মশালায় বক্তারা উৎপাদনশীলতা বাড়লে প্রবৃদ্ধিও বাড়বে

তথ্য বিবরণী

সরকার শিল্পের প্রসারের জন্য অনুকুল পরিবেশ তৈরি করছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), অর্থনৈতিক জোন তৈরি, কারিগরি শিক্ষার প্রসার সৃষ্টি, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মতো পদক্ষেপ গ্রহণে ইতোমধ্যে বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশে তৈরি হয়েছে। শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে প্রবৃদ্ধিও বৃদ্ধি পাবে এবং ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বির্নিমাণে সহায়ক হবে। বাংলাদেশ একটি জনবহুল দেশ। বিশাল জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করতে পারলে উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে। দেশে শিল্পউদ্যোক্তাদের উৎসাহ যোগাতে ইতোমধ্যে ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং ইন্সটিটিউশনাল এপ্রিসিয়েশন আ্যাওয়ার্ড নামে দুইটি পুরস্কার চালু করেছে।

শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)’র উদ্যোগে এবং খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত কর্মশালায় গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে বক্তারা এসব কথা বলেন।

খুলনার বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার কর্মশালায় প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)’র পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা, স্থানীয় সরকার বিভাগের পরিচালক হোসেন আলী খন্দকার, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির কেন্দ্রীয় সভাপতি মির্জা নূরুল গণি শোভন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম প্রমুখ। স্বাগত জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সারোয়ার আহমেদ সালেহীন এতে সভাপতিত্ব করেন। প্রবন্ধ উপস্থাপন করেন এনপিও’র উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

কর্মশালায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বড় ও মাঝারি শিল্পউদ্যোক্তা  এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *