December 21, 2024
আঞ্চলিক

শিল্পী আবিদ জুলাই স্মরণানুষ্ঠান সম্পন্ন

 

খবর বিজ্ঞপ্তি

সঙ্গীত জগতের বরপুত্র ক্লোজআপ তারকা নন্দিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিনা আবিদ শাহরিয়ার বাপী স্মরণে শিল্পী আবিদ স্মৃতি পরিষদ আয়োজিত ‘শিল্পী আবিদ জুলাই স্মরণানুষ্ঠান-২০১৯’ গতকাল শনিবার বিকেল ৫টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরীতে কবি দুখু বাঙালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং শিল্পী আবিদের কণ্ঠে উচ্চারিত সঙ্গীত সংযোজনের মাধ্যমে শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্মরণানুষ্ঠানে শিল্পী আবিদকে নিয়ে কথা বলেনÑ খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, নাট্যজন মামুনুর রশীদ, বিশিষ্ট শিল্পী-শিক্ষাবিদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন ঘোষ, খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ বশির উদ্দিন, গণশিল্পী সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, এবং সাতক্ষীরা-১ আসনের সাংসদ মোস্তফা লুৎফুল্লাহ।

শিল্পী আবিদের এই স্মরণানুষ্ঠান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীসৈনিক মুক্তিযোদ্ধা তিমির নন্দীকে ‘শিল্পী আবিদ স্মৃতি’ সম্মাননা প্রদান করা হয়। শিল্পী আবিদ স্মরণের এই অনুষ্ঠানে নিবেদিত হয় বিশেষ সাংস্কৃতিক পরিবেশন “আবার আসিব ফিরে”। অংশগ্রহণ করেন শিল্পী তিমির নন্দী, সাধন ঘোষ, অশোকা দত্ত, সৈয়দা সামিয়া সানম, অন্বেষা শর্মা, সাবিত্রি গাইন, সবুজপাতার দেশে ও দীপালয় ইয়ুথকয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শংকর মল্লিক।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *