শিল্পাঞ্চল শ্রমিক লীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন
খানজাহান আলী থানা প্রতিনিধি
জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী, দৌলতপুর ও আটরা শিল্পাঞ্চল শ্রমিক লীগের যৌথ উদ্যোগে র্যালী, আলোচনা সভা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। বিকাল ৫টায় ফুলবাড়ীগেট আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সন্ধ্যায় খানজাহান আলী থানা শ্রমিক লীগের সভাপতি মোল্যা ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক লীগ উত্তরের সভাপতি আলহাজ্ব শেখ আনছার আলী।
খানজাহান আলী থানার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. বায়জীদ সরদার এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জকির, থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুফিয়া বেগম।
বক্তৃতা করেন শ্রমিক লীগ নেতা লিয়াকত মন্সি, থানা সহ-সভাপতি জহিরুল ইসলাম পান্নু, আসাদুজ্জামান আওলাদ, রফিকুল ইসলাম, শেখ সুমন, আবু জাফর, স্বেচ্ছাসেবকলীগের নাসির উদ্দিন, ইসমাইল হোসেন ইমন, মিন্টু গাজী, বাবু তালুকদার, নিক্কন মোল্যা, শাহনাজ পারভীন, রেজাউল ইসলাম, হারান, মুক্তা পারভীন, ছাত্রলীগের শেখ সুমন, আলামিন, মুন্সি শামিম, তাতী লীগের বিপ্লব, কৃষক লীগের মফিজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।