শিরোমনিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
খানজাহান আলী থানা প্রতিনিধি
শিরোমনি ডাকাতিয়া ইয়াং সানরাইজেস্ আয়োজিত ৮ দলিয় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকাল ৪টায় ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা নির্ধারীত সময়ে গোল শূন্য ড্র হওয়ায় ট্রাইবেকারে আরসিবি ক্লাবকে ২-১ গোলে ডাকাতিয়া পায়েল একাদশ পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু চিত্তরঞ্জন গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিরোমনি তরুন সংঘের সভাপতি ও যুবলীগ নেতা শেখ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গাজীর হাট ইউনিয়ন পরিষদের সচিব বাবু অসিত বরন রায়, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজা, বাবু প্রদীপ কুমার রায়, বাবু কালীপদ গাইন, বাবু মনিলাল মন্ডল, বাবু অশোক মন্ডল, বাবু অরুপ কুমার মন্ডল,বাবু মনোহর গাইন। খেলায় টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হয় আরসিবি ক্লাবের গৌরব গাইন। ফাইনাল খেলায় ম্যাচ সেরা হন পায়েল একাদশের প্রসেনজিৎ ঢালী। টুর্নামেন্টির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডাকাতিয়া ফ্রেন্ডস্ গ্রæপ ও ডাকাতিয়া ঠাকুরানীতলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশিষ কুমার রায়। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন বাবু চিত্তরঞ্জন গাইন।