December 22, 2024
আঞ্চলিক

শিরোমণি হুগলী বিস্কুট কোঃ শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরীর শিরোমণি বিসিক এলাকার হুগলী বিস্কুট কোঃ শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতনসহ তাদের বিভিন্ন দাবীতে ধর্মঘট সহ ৫দিনের আন্দোলনের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিক সমাবেশ। গতকাল শুক্রবার সকাল ১১টায় হুগলী বিস্কুট কোঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং-২৩৮৬) এর উদ্যোগে শিরোমণি কলেজ রোডস্থ ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ের সামনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দিপুর পরিচালনায় বক্তৃতা করেন শেখ আকরাম হোসেন, মোঃ জিন্নাহ, মোসাঃ মিরা, মেহেদী হাসান, আব্দুল কুদ্দুস, মোঃ মোস্তফা, ফরহাদ মোড়ল, আব্দুল রতিফ, মোঃ ইমরান, মোঃ হাফিজ, রহমান. ইয়াসিন, আলমগীর, সুফিয়ান প্রমুখ।

সভায় নেতৃবৃন্দরা বলেন, তাদের প্রায় ৩০০ শ্রমিক কর্মচারীদের ৬ সপ্তাহের বেতন প্রায় ৫০লক্ষ টাকা বকেয়া রয়েছে। এছাড়া  শ্রম আইন লংঘন করে ৮ ঘন্টা কাজের পরিবর্তে ১২ঘন্টা কাজ করানো হচ্ছে, শ্রম আইন অনুযায়ী ৮ঘন্টায় ১ঘন্টা বিরতী পাওয়ার কথা থাকলেও ১২ঘন্টা কাজ করেও কোন বিরতী দেয়া হয় না। সকল শ্রমিককে নিয়োগ পত্র প্রদান করতে হবে, ৮ ঘন্টার বেশী কাজ করালে অতিরিক্ত ৪ ঘন্টার ওভারটাইম দিতে হবে। এসকল দাবী ৩১ডিসেম্বরের মধ্যে মেনে নেয়া না হলে ১ জানুয়ারী সকাল সাড়ে ৮টায় গেট মিটিং এবং অবস্থান কর্মসূচী, ২জানুয়ারী সকাল সাড়ে ৮টায় মানববন্ধন কর্মসূচী, ৩জানুয়ারী দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতী, ৫ জানুয়ারী স্ব-স্ব কর্মস্থলে ধর্মঘট, ৭জানুয়ারী ৮ঘন্টা কর্ম বিরতী পালন করা হবে বলে নেতৃবৃন্দ ঘোষণা দেন। সকল  শ্রমিক কর্মচারীদের  উল্লেখিত বর্মসূচী গুলো যথাযথ ভাবে পালনের আহŸান জানান নেতৃবৃন্দ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *