শিরোমণি হুগলী কোঃ শ্রমিকদের দাবী মেনে নেয়ার আশ্বাসে কর্মসূচি স্থগিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমণি বিসিক এলাকার হুগলী বিস্কুট কোঃ শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন সহ তাদের ৯ দফা দাবী মেনে নেয়ার আশ্বাসে আন্দোলনের কর্মসূচি স্থগিত ঘোষনা করেছে। গত শনিবার রাতে হুগলী বিস্কুট কোম্পানী শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দিপু, হুগলী বিস্কুট কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক শামিম আহম্মেদ মুন্না, ম্যানেজার আব্দুস সালাম ও খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর সাথে একত্রিপক্ষিয় বৈঠক অনুষ্ঠিত হয় খানজাহান আলী থানা অভ্যন্তরে। ত্রি-পক্ষীয় বৈঠকে দীর্ঘ আলাপ আলোচনা সাপেক্ষে আগামী ১৫ জানুয়ারির মধ্যে বকেয়া পাওনার অর্ধেক ও বাকি পাওনা টাকা ৩০ জানুয়ারি মধ্যে পরিশোধ করা হবে এবং পর্যায়ক্রমে শ্রমিকদের সকল দাবি মেনে নেয়া হবে। ত্রিপক্ষিয় বৈঠকে মালিক পক্ষের এমন আশ্বাসে শ্রমিকরা তাদের সকল কর্মসূচি প্রত্যাহার করে নেন। ৩০ জানুয়ারীর মধ্যে বকেয়া পরিশোধ না করা হলে নেতৃবৃন্দ পূণরায় আন্দোলনের কর্মসূচি ঘোষনা করবেন বলে জানান।