শিরোমণি হুগলী কোঃ শ্রমিকদের ৯ দফা দাবীতে অবস্থান কর্মসূচি পালিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমণি বিসিক এলাকার হুগলী বিস্কুট কোঃ শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন সহ তাদের ৯ দফা দাবীতে ধর্মঘটসহ ৫ দিনের আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ৮টায় গেট সভা ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
হুগলী বিস্কুট কোঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং-২৩৮৬) এর উদ্যোগে গেট সভা ও অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দিপুর পরিচালনায় বক্তৃতা করেন শেখ আকরাম হোসেন, মোঃ জিন্নাহ, মোসাঃ মিরা, মেহেদী হাসান, আব্দুল কুদ্দুস, মোঃ মোস্তফা, ফরহাদ মোড়ল, আব্দুল রতিফ, মোঃ ইমরান, মোঃ হাফিজ, রহমান. ইয়াসিন, আলমগীর, সুফিয়ান প্রমুখ।
শ্রমিক কর্মচারীদের ৯ দফার মধ্যে রয়েছে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক বিল পরিশোধ করতে হবে, শ্রমিক কর্মচারীদের নিয়োগ পত্র দিতে হবে, ১২ ঘন্টা ডিউটি পরিহার পূর্বক ৮ ঘন্টা ডিউটি ও ২ ঘন্টা ওভারটাইম দিতে হবে, প্রতি ২ ঈদে ২টি বোনাস দিতে হবে, শ্রমিকদের কাজের দক্ষতা অনুযায়ী প্রতিবছর বেতন বৃদ্ধি করতে হবে, শ্রমিকদের স্থায়ী করণ করতে হবে, শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করতে হবে, আহত শ্রমিকদের চিকিৎসা ব্যবস্থা ও কর্মক্ষেত্রে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ বাবদ অর্থ প্রদান করতে হবে, সরকার ঘোষিত ছুটি প্রদান সহ নৈমিত্তিক ছুটি, বাৎসরিক ছুটি,মেডিকেল ছুটি শ্রম আইন অনুযায়ী দিতে হবে।
উক্ত ৯ দফা দাবী উল্লেখ করে হুগলী বিস্কুট লিঃ কর্তৃপক্ষ ও শ্রম পরিচালকের দপ্তর সহ প্রসাশনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া সত্বেও হুগলী কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নিয়ে ইউনিয়নের নেতৃবৃন্দকে বিভিন্নভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছে।
গেট সভায় নেতৃবৃন্দ বলেন, ৭ জানুয়ারী পর্যন্ত ৫দিনের কর্মসূচি দেয়া হয়েছে, এর মধ্যে তাদের দাবী মেনে নেয়া না হলে রাজপথ অবরোধ সহ কঠিন কর্মসূচি ঘোষনা করা হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন। ২ জানুয়ারী সকাল সাড়ে ৮টায় মানববন্ধন কর্মসূচি, ৩ জানুয়ারী দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতী, ৫জানুয়ারী স্ব-স্ব কর্মস্থলে ধর্মঘট, ৭ জানুয়ারী ৮ ঘন্টা কর্মবিরতী পালন করা হবে।