শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার বদরী সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমণি হাফিজিয়া মাদরাসার ১০ম বার্ষিক আজীবন বদরী সদস্য সম্মেলন ও সুধী সমাবেশ গতকাল শনিবার সকাল ১১টায় মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বদরী সম্মেলন ও সুধী সমাবেশের সভাপতিত্ব করেন মাদরাসা ম্যানিজিং কমিটির সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
হাফেজ আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আলোচনা করেন খুলনা নেছারিয়া কামিল মাদরাসা মোহাদ্দিস হাফেজ মাওঃ মুফতি আবু বক্কর সিদ্দিক, খুলনা দারুল উলুম মাদরাসার মোহতামিম মুফতি হুসাইন আহম্মেদ, মাদরাসার মোহতামিম হাফেজ ইব্রাহিম,সহ-সভাপতি আলহাজ্ব শেখ সিরাজুল ইসলাম, শিরোমণি বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ আতাউর রহমান, খানজাহান আলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম এ দাউদসহ আলেম ওলামাগণ বক্তৃতা করেন। বদরী সম্মেলন ও সুধী সমাবেশে মাদরাসার দাতা সদস্যগণ ও আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।