শিরোমণি হাফিজিয়া মাদ্রাসাহের বার্ষিক ওয়াজ মাহফিল প্রস্তুতি সভা
খানজাহান আলী থানা প্রতিনিধি
শিরোমণি হাফিজিয়া মাদ্রাসাহ্ বার্ষিক ওয়াজ মাহফিল ২০১৯ সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা গতকাল সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ম্যানিজিং কমিটির সহ-সভাপতি আলহাজ্জ শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তৃতা করেন, মোঃ ইব্রাহিম. মোঃ আমিনুল ইসলাম, মুন্সি মঈনুল ইসলাম, ডাঃ ইসমাইল হোসেন, শেখ মোহাম্মদ আবি, হাফেজ নাসির উদ্দিন, খন্দকার আব্দুর শহিদ।
উল্লেখ্য আগামী ১৩ ও ১৪ ফেব্রয়ারী বুধ ও বৃহস্পতিবার মাদ্রাসাহ প্রাঙ্গনে ৬০তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে ওয়াজ করবেন বাগেরহাটের হাকিমপুর মাদ্রাসার মুহতামিম মাওঃ আব্দুল মা’বুদ এবং প্রধান বক্তা ফুলবাড়ীগেট এমদাদুল উলুম রশিদীয়া মাদ্রাসার মুহতামিম মুফতি গোলামুর রহমান। দ্বিতীয় দিনে তাফসির পেশ করবেন মদিনার মোনোয়ারার সদস্য দাওয়া বিভাগের ড. শায়খ মোহাম্মদ বিন ইসমাইল আল-আলী, মিশরের আল আযহাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শায়খ ওমর বিন আবদুল হামীদ আল-ক্বরীতানাহ এবং মিশরের শায়খ মোহাম্মদ আল-আযহারী।