শিরোমণি স্পোটিং ক্লাবের ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন
খানজাহান আলী থানা প্রতিনিধি
শিরোমণি স্পোটিং ক্লাবের উদ্যোগে চার দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার দক্ষিণ শিরোমণি ইমামবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউপি সদস্য শেখ আব্দুস সালাম।
ক্লাবের সভাপতি মিয়া কায়জারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিয়া তরিকুল ইসলাম তারেকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, ৩৪নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিয়া শাহিনুর রহমান, সাংবাদিক মিয়া বদরুল আলম মনু, মহানগর ছাত্রলীগ নেতা শেখ নাজমুল হক অয়ন, ডাক্তার মোঃ ফারুক হোসেন। বক্তৃতা করেন মোঃ আহাদ আলী, শেখ সাব্বির হোসেনসহ ক্লাবের সদস্যবৃন্দ। খেলায় বাবু একাদশকে ৩৭ রানে পরাজিত করে জনী একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।