শিরোমণি লিটন স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
এস এস লিটন স্মৃতি সংসদ কতৃক আয়োজিত পাঁচ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকাল ৪টায় শিরোমণি মহাসিন আদর্শসরকারী প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়। খেলায় লাম আলিফ একাদশ ২-০গোলে মামা ভাগ্নেএকাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ফাইনাল খেলায় উদ্ভোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ আল-আমিন হোসেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক শেখ নাজমুল হক অয়ন।
প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহাতাব মল্লিক। বক্তৃতা করেন শেখ নূরুল ইসলাম নূরু, শেখ জাহাঙ্গীর ইসলাম হাবু, মোঃ বিল্লাল মল্লিক , মোঃ সিদ্দিক মল্লিক, শেখ লাভলু হোসেন, আরিফ, দিপু, মীম, নাইম, মিরাজ, পারভেজ, ইমন, আরমান, বাবু, সাব্বির, রাকিব, মেহেদী ,শাকিল, হাসিবুর , রনি, ইয়াসিন মারুফ, হাসিব, ইসলাম প্রমুখ।