শিরোমণি বিআরটিএ’তে দুদকের অভিযান : দুইজনের সাজা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি বিআরটিএ কার্যালয়ে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খুলনা দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালায়। অভিযান চলাকালে দুদক কর্মকর্তরা বিআরটিএ কার্যাালয়ে অবস্থিত আনসার ব্যারাকে অভিযান চালিয়ে আনসার সদস্য মোঃ আনোয়ারের ট্রাংকে থাকা বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয় পত্র, নাগরিক সনদপত্র, নোটারী পাবলিকের কাগজপত্র ও লার্নার ফরম পাওয়া যায়। এছাড়া যোগীপোল এলাকার আব্দুল বারিকের পুত্র বিআরটিএর দালাল আকিব মোল্যার নিকট বিভিন্ন ব্যক্তির গাড়ীর কাগজ পত্র পাওয়ায় তাকে আটক করে।
দুদকের অভিযানের দায়িত্বে থাকা সহকারী পরিচালক শাওন মিয়া জানান, বিভিন্ন গাড়ী হস্তান্তরের কাগজপত্র, গাড়ীর রুটপারমিট, ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র তৈরীতে সাধারণ মানুষ প্রতিনিয়ত দালালের মাধ্যমে হয়রানি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে নজরদারীতে রেখে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে অভিযান শুরু করা হয়। বিকাল সাড়ে ৩টার সময় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মিজানুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আকটকৃত আনসার সদস্য মোঃ আনোয়ারকে ৫ হাজার টাকা জরিমানা ও দালাল আকিব মোল্যাকে ৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অভিযান চলাকালে দুদক কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ, মোঃ মনিরুজ্জামান জানান, উপ-সহকারী পরিচালক নীল কমল পাল, মোঃ কামরুজ্জামান, এছাড়া খানাজাহান আলী থানা পুলিশের একটি টিম দুদক কর্মকর্তাদের অভিযান চলাকালে সহযোগীতা করেন।