শিরোমণি বাজারে মোবাইলের দোকান চুরি
খানজাহান আলী থানা প্রতিনিধি
শিরোমণি বাজারের মেসার্স রুকছা এন্টারপ্রাইজের মোবাইলের দোকানে রবিবার রাতে দোকানের চালের টিন কেটে চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, শিরোমনি বাজারের মেসার্স রুকছা এন্টারপ্রাইজের মালিক মোঃ লুকমান হাকিম (রাকিব) রবিবার রাত ১১টায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়। সকালে দোকান খুলে দেখেন দোকানের চালের টিন কাটা ক্যাশবাক্রা খোলা, মালামাল সব এলোমেলো করে ফেলে রাখা এবং তাকের উপর থাকা মোবাইল গুলো নেই। দোকানের মালিক লুকমান হাকিম জানান, দোকানের সিসি ক্যামেরার তার কেটে দিয়ে দোকানে মধ্যে প্রবেশ করে মোবাইল সেট, মোবাইলের কার্ড এবং ট্যাপ চুরি করে নিয়ে গেছে যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকার উপরে।
এ ঘটনায় গতকাল সকালে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো. শফিকুল ইসলাম, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ আকরাম হোসেন, আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে।