শিরোমণি দিশারী যুব পর্ষদের দোয়া ও ইফতার মাহফিল
খানজাহান আলী থানা প্রতিনিধি
ঐতিহ্যবাহী শিরোমণি দিশারী যুব পর্ষদের আয়োজনে রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল গতকাল শনিবার শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, দিশারী যুব পর্ষদের সভাপতি ও আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও দিশারী যুব পর্ষদের সহ-সভাপতি শেখ জাকির হোসেন ও দিশারী যুব পর্ষদের সাধারণ সম্পাদক কাজী আজাদুর রহমান হিরোকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খানজাহান আলী আদর্শমহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম এ দাউদ, আলহাজ্জ শেখ সিরাজুল ইসলাম, জামিরা আসমতিয়া কলেজের অধ্যক্ষ মারুফুল কবির, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ শেখ মিজানুর রহমান, অধ্যাপক শেখ মেজবাহ উদ্দীন জুয়েল, আ’লীগ নেতা ফজলুল হক,এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মীর আঃ গফ্ফার, আ’লীগ নেতা শেখ ইকবাল হোসেন, খ ম লিয়াকত আলী, ডাঃ মোঃ আলাউদ্দীন সিকদার, শ্রমিক নেতা আলহাজ্ব শেখ আনসার আলী, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দীন, ইঞ্জিনিয়ার খন্দকার আব্দুস সহিদ, শেখ জাকির হোসেন, মীর সিরাজুল ইসলাম, তেলিগাতী কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিষ্ঠাতা ও ব্যাংকার শেখ জাহিদ ইকবাল, এ্যাডঃ শাহারা ইরানী পিয়া, ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, শেখ আব্দুস সালাম, মাহামুদ হাসান, তাঁতীলীগ নেতা মোঃ বিপ্লব হোসেন, দোয়া পরিচালনা করেন শিরোমণি বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ আতাউর রহমান।